বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ-
বরিশাল জেলার আগৈলঝাড়া থানার রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে শুক্রবার বিকেলে বাটরা বাজারে রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হরে কৃষ্ণ হালদারের সভাপতিত্বে মহান বিজয় দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত,
আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার,রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ মুরাদ শিকদার, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন পাইক, স্থানীয় আওয়ামীলীগ নেতা অনিল হালদার, রাজিহার ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জগদীশ ভক্ত।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বিজয়ের এই মাসে স্বাধীনতা বিরোধীরা জাতির পিতার ভাস্কর্য ভাংচুরের মাধ্যমে আবার মাথাচারা দিয়ে উঠতে চাইছে। তাই স্বাধীনতার পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা বিরোধীদের মোকাবেলা করে প্রতিহত করার আহ্বান জানান নেতারা।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম তালুকদার, মলিনা রানী রায়, আওয়ামী লীগ নেতা ও বাকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপুল দাস, মোঃ শফিকুল ইসলাম সকুল সেরনিয়াবাত, উজ্জল লাহেরী মোঃ মতিয়ার রহমান হাওলাদার, উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ ফিরোজ শিকদার,
উপজেলা যুবলীগ সহ- সভাপতি আব্দুল্লাহ লিটন, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক অনিমেষ মন্ডল,উপজেলা যুবলীগ নেতা মোঃ ফয়জুল সেরনিয়াবাত,
মোঃ জাকির তালুকদার,
উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ মিন্টু সেরনিয়াবাত,
সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন মল্লিক নান্না, বাকাল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রমেশ অধিকারী, বাকাল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম পাইক, গৈলা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক মোঃ তরিকুল ইসলাম চান, বাগধা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক মোঃ বজলুর রহমান হাওলাদার, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের ভিপি রাজিব ঘটকসহ প্রমুখ।