মোঃরাজিবুল ইসলাম বাবু স্টাফ রিপোর্টারঃ- নাটোরের বাগাতিপাড়ায় ৫ বছর আগের এক লাশ উদ্ধারের তদন্ত ঘিরে পিবিআই তদন্তকারী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হয়রানি-নির্যাতন ও অর্থ আদায়ের অভিযোগ এনে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে এলাকার সর্বস্তরের মানুষ। বৃহস্প্রতিবার দুপুরে বাগাতিপাড়া উপজেলার পাঁকা বাজারে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন।
এসময় পাঁকা ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন ও এলাকার নির্যাতিত সাধারণ নারী-পুরুষ বক্তব্য রাখেন। বক্তারা অভিযোগ করেন,২০১৫ সালের ৩০ নভেম্বর পাঁকা ইউনিয়নের ঝিনা গ্রামের রেল লাইনের পাশ থেকে স্থানীয় স্বর্নকার সাধন কর্মকারের লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।রেলওয়ে ও সিআইডির হাত ঘুরে মামলাটির তদন্তের দায়িত্ব পড়ে পিবিআই রাজশাহীর এসআই সাইদুর রহমানের ওপর। তদন্তে নেমে এলাকার শিক্ষক,চাকরিজীবী,ব্যবসায়ী সহ সমভ্রান্ত পরিবারের লোকজনকে ভয় দেখিয়ে টাকা আদায় করে।
মানববন্ধনে উপস্থিত বক্তব্যে তোফাজ্জল হোসেন অভিযোগ করে বলেন, পিবিআই এর এসআই মহিদুল তার ভ্যাগনা এবং পিবিআই এর এসআই দেলোয়ার সম্পর্কে তার ভায়রা, তাদের দুজনের বাড়ি তিন কিলোমিটার দুরুত্বে। এসআই দুজনের বাড়ি এলাকায় হওয়াই পূর্ব শত্রুতার জেরে তাদের নাম মামলায় রাখা হয়েছে। মৃত সাধনের সাথে তার কোনো সম্পর্ক ছিলনা এমনকি তার সাথে বসে এক কাপ চা পর্যন্ত সে খাননি।
এসআই সাইদুর রহমান টাকা না পেয়ে বৃহস্পতিবার ১৭ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করে। এলাকাবাসী ঘটনার বিচারবিভাগীয় তদন্ত দাবি করেন। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন এসআই সাইদুর রহমান ও এসআই মহিদুল।
মোঃরাজিবুল ইসলাম বাবু স্টাফ রিপোর্টার,
নাটোর।
মোবাঃ-০১৭৪০-৮১৫৫০৬.
২৫.১২.২০২০.