নিজস্ব সংবাদদাতা:-
যুবকে ক্ষতিগ্রস্ত জনকল্যাণ সোসাইটি সন্দ্বীপ উপজেলা (দক্ষিণের) আয়োজনে শিবের হাট সাউথ সন্দ্বীপ সাইক্লোন সেন্টারে সকাল ১১ ঘটিকার সময় মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ডাঃ আবুল খায়ের এর সঞ্চালনায় আলোচনা সভা ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভা ও গ্রাহক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবকে ক্ষতিগ্রস্ত জনকল্যাণ সোসাইটি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাহমুদ হোসেন মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ রুহুল আমিন, সহ-সভাপতি আব্দুল বারেক , মোঃ আইয়ুব আলী , এম এ তাহের তারেক কেন্দ্রীয় কমিটি। বিভিন্ন উপজেলা কমিটির আগত নেতৃবৃন্দরা হলেন আবিদা সুলতানা, ফজিলাতুন্নিছা রুজি সহ অনেকে উপস্থিত ছিলেন। যুবকে ক্ষতিগ্রস্ত সদস্যদের মানবেতর জীবন যাপন মামলা হামলা সহ বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার উল্লেখ করে বক্তব্য রাখেন মাস্টার আকবর হোসেন,মাস্টার সেলিম হায়দার, মোঃ মোস্তফা, মাওলানা মোঃ আলমগীর প্রমুখ। বিশেষ অতিথি আব্দুল বারেক উপস্থিত ক্ষতিগ্রস্ত সদস্যদের উদ্দেশ্য করে বলেন বিষয়টি দীর্ঘদিনের সমস্যা হলেও আমরা আশা ছাড়িনি। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আজ একটা অবস্থানে আমরা এসে পৌঁছেছি। অচিরেই আমরা পাওনা আদায়ে সক্ষম হব ইনশাআল্লাহ। তিনি সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে বলেন পাওনা টাকা আদায়ের লক্ষে ২০১৩ সালে কিছু সংখ্যক ক্ষতিগ্রস্ত সদস্যদের নিয়ে যুবকে ক্ষতিগ্রস্ত জনকল্যাণ সোসাইটি নামের প্রতিষ্ঠানটি গড়ে তুলে ছিলাম। এখন সারা বাংলাদেশের ক্ষতিগ্রস্তরা যুবকে ক্ষতিগ্রস্ত জনকল্যাণ সোসাইটির ব্যানারে সমবেত হচ্ছেন। দ্রুত সময়ে সরকারকে ক্ষতিগ্রস্থ গ্রাহকদের পক্ষে হিসাব বুঝিয়ে দেওয়া সম্ভব হলে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রশাসক (রিসিভার) নিয়োগের মাধ্যমে ক্ষতিগ্রস্ত সদস্যদের পাওনা আদায়ের প্রক্রিয়া সম্পন্ন করবেন