বাবুরাম _ যাইস কোথায়? দীক্ষা নিতে বাবা। সন্ন্যাসী_ কে রে ওখানে? আমি বাবুরাম। এসেছিস কেন রে? দীক্ষা নিব। ঝোলায় কি রে? কাটির মালা। জপিস নে কেন রে? জানা নেই। দীক্ষা নিবি কেন রে? কৃষ্ণ কে ডাকবো। ওটাই দিব মন্ত্র; ওরে বাবা!