জি এম মাছুম বিল্লাহ (শ্যামনগর) সাতক্ষীরা: সুন্দরবন উপকুলীয় অঞ্চলের আদিবাসীদের প্রথাগত জ্ঞানের প্রসার ও জলবায়ু পরিবর্তনে খাপ খাওয়ানোর সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পে মুন্ডাদের যুব নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত হয়। রবিবার ১৩ (ডিসেম্বর) সকাল ১০টায় আদিবাসী মুন্ডা সংস্থা সামস্ এর প্রশিক্ষণ কক্ষে ইন্ডেজিনিয়াস কেনিক্যাল কাউন্সিল এর সভাপতি জগদিস মুন্ডার সভাপতিত্বে পাওয়ানকা ফান্ডের সহযোগিতায় ও অর্থায়নে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফাঃ লুইজি পাজ্জী পরিচালক যীশু নাম আশ্রাম ঈশ্বরীপুর।বিশেষ অতিথি ছিলেন, রতিকান্ত মুন্ডা প্রোগ্রাম ওয়াগানাইজার সামস্।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ৪টি বিষয়ে ভালভাবে শেখা দরকার ১. শিখতে শিখতে শেখো ২. হাতে শেখো ৩. করতে শেখো ৪. অন্যের সাথে থেকে শেখো। সভায় অংশগ্রহনকারীরা আধ্যাতিক জ্ঞান, জলবায়ু পরিবর্তনে ফলে সৃষ্ট সমস্যা, সামজিক আইনের প্রতি শ্রদ্ধাশীল ও প্রতিষ্টা, সরকারী দপ্তরের সাথে যোগাযোগ, প্রথাগত সামাজিক আইন পুনপ্রচলন, সম্প্রদায় গত আন্তযোগাযোগ ও নতুন নেতৃত্ব বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সনজয় মাঝী প্রকল্প ব্যবস্থাপক সামস্।