এই পৃথিবী থাকার জায়গা নয়।
কেউ আসবে কেউ যাবে।
এভাবেই চলতে থাকবে।
এই অল্পক্ষণের জীবনে।
তুমি যদি না আসো আমার ঘরে।
সময় যাবে যে আমার বিফলে।
কোথায় আছো তুমি লুকিয়ে।
মন যে বসে না আমার ঘরে।
তোমায় আমি দেখেছিলাম নদীর ঘাটে।
কলসি কাঁখে করে নদীর ঘাটে জল আনিতে।
মাথায় ছিল লাল ফিতা বেনী করা।
পায়ে আলতা নুপুর পরা।
কি অপরূপ লাগছিলো দেখতে তোমায়।
সবুজ ঘাসের উপর দিয়ে হেঁটে যাচ্ছ তুমি।
পায়ে যেন ব্যথা পায়।
মৃদু হাওয়া বইছে পাখি গান ধরেছে।
মাতাল হাওয়ায় প্রাণ জুড়ায়।
তুমি যাচ্ছ নদীর ঘাটে জল আনিতে।
কি অপরূপ লাগছে তোমায় দেখতে।
এবার ফিরে এসো আমার ঘরে।