মীর এম ইমরান ষ্টাফ রিপোর্টারঃ
বেতন গ্রেড উন্নতির দাবীতে ৭ম দিনের মতো কর্মবিরতি পালন করছে স্বাস্থ্য সহকারীরা।
ফলে মাদারীপুরে শিবচরে এক সপ্তাহ ধরে টিকাদানসহ স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ রয়েছে।
টিকাদান কর্মসূচী বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে এলাকার সাধারণ মানুষ। শিশুকে টিকা দিতে না পেরে হতাশা প্রকাশ করেছেন অভিভাবকরা।
জানা যায়, বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন এর কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতি পালন করায় শিবচরের ১৯ ইউনিয়নে ১ টি পৌরসভায় গত এক সপ্তাহ যাবত স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে।
সরেজমিন, শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে গিয়ে দেখা যায়, একদিকে কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা, আর অন্যদিকে শিশুদের টিকা দিতে না পেরে ফিরে যাচ্ছেন শিশুদের মা ও অভিভাবকরা।
কর্মবিরতি পালনকালে আন্দোলনকারীরা তাদের দাবী মেনে না নিলে আরো কঠোর কর্মসূচী পালনের হুশিয়ারি দেন। পাশাপাশি তাদের দাবী আদায়ে সংশ্লিষ্টদের উদ্যোগের আহ্বান জানান।
কর্মবিরতি অনুষ্ঠানে বক্তব্য রাখেন – বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন এর মাদারীপুর জেলা সভাপতি শাহাদুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক মোঃ ফরিদ হোসেন, শিবচর উপজেলা আহবায়ক ইসমাইল হোসেন,সদস্য সচিব মোঃ শাহীন ঢালী, উপদেষ্টা মোঃ বেলায়েত হোসেন, রাজৈর উপজেলার সভাপতি বিজয় কৃষ্ণ বাড়ৈ, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম খান প্রমুখ।
এছাড়া মাদারীপুর জেলা স্বাস্থ্য পরিদর্শক সমিতির সভাপতি মোঃ হারুন অর রশিদ। সঞ্চালনা করেন শিবচর উপজেলা দাবি বাস্তবায়ন পরিষদের যুগ্ম আহবায়ক আঃ জলিল মিয়া।
মীর এম ইমরান ষ্টাফ রিপোর্টারঃ
০৪১২২০২০
০১৯১৪১৪৫৬১৫