মোঃরাজিবুল ইসলাম বাবু স্টাফ রিপোর্টারঃ-
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নাটোরে জঙ্গিবাদ, মৌলবাদ এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে জেলা, উপজেলা ও পৌর যুবলীগ। এ উপলক্ষে সোমবার বিকাল ৫টার দিকে নাটোর শহরের কান্দিভিটুয়াস্থ জেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী এলাকায় প্রেসক্লাবের সামনে এসে সমবেত হয়। পরে সেখানে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমীন বিপ্লবের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নাটোর সদর উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক ডাবলু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, পৌর যুবলীগের সভাপতি সায়েম হোসেন উজ্জ্বল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল সাকিব বাকি প্রমূখ নের্তৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, দেশে অব্যাহত উন্নয়নের ধারাকে বাধাগ্রস্থ করতে সক্রিয় হয়ে উঠেছে একটি মহল। আমরা জঙ্গিবাদ, মৌলবাদ, সাম্প্রদায়িকতা ও স্বাধীনতা বিরোধীদের রুখে দিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু ও বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র প্রতিরোধ করতে আমরা সব সময় প্রস্তুত আছি।
মোঃরাজিবুল ইসলাম বাবু স্টাফ রিপোর্টার,নাটোর।
মোবাঃ-০১৭৪০-৮১৫৫০৬.
৩০-১১-২০২০.