স্টাফ রিপোর্টার ঃ
নীলফামারীতে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের জমি সন্ত্রাসী বাহিনী দিয়ে দখলের পায়তারা করছে জেলার কিশোরগঞ্জ উপজেলার নীতাই ইউনিয়নের বাড়িমধুপুর এলাকার মৃত আছাহাব আলীর ছেলে ভূমিদস্যু নুরল আমিনসহ তার বাহিনীর। বীর মুক্তিযোদ্ধার জমি উদ্ধারের দাবীতে রবিবার (২৯ নভেম্বর) দুপুরে এলাকাবাসী পাগলার বাজার সংলগ্ন এলাকায় ঘন্টা ব্যপি মানববন্ধনে মিলিত হয় ।
এসময় বীর মুক্তিযোদ্ধা বলেন, দীর্ঘ দিন ধরে ভূমিদস্যুরা জোর পূর্বক দখল করে আসছে আমার জমি। ওয়ারিশ সূত্রে বাড়িমধুপুর মৌজার ৩৮০/১২৫/১৫৭/১৬/৫৪/৭৭ নং খতিয়ান ও উত্তর দুরাকুটি মৌজার বিভিন্ন খতিয়ানে ঊনিশ একর চব্বিশ শতক জমি ভোগদখল করে আসছি। যার মূল মালিক হাজী জমর উদ্দীনের দ্বিতীয় স্ত্রী উলফাতুন্নেছা, কন্যা সাজিরন নেছা ও ভাতিজা কাল্টু সরকারের ওয়ারিশ সূত্রে যৌথভাবে ভোগদখল করে আসছি। ভূমি দস্যু নুরুল আমিন ভোগ দখলীয় জমি থেকেও আমাদেরকে বিতারিত করার জন্য হুমকী ও বর্তমানে জমির আলু নষ্ট করে দেওয়ার পায়তারা করছে। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জোড়ালো আবেদন আমাদের সম্পত্তি উদ্ধার সহ ভূমিদস্যু নুরল আমিন ও তার বাহিনীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানাই।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধার পরিবারসহ ওয়ারিশ মোক্তাদির, হাশেম, কুদ্দুস, রশিদ, নুরজাহান সহ আরো অনেকে।