বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ-
বরিশালের আগৈলঝাড়ায় বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা পরিষদ ডাক বাংলোয় সাবেক উপজেলা সভাপতি সোহরাব হোসেন বাবুলের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনের আলোচনা সভায় বক্তব্য রাখেন, শিক্ষক মো.সাইফুল ইসলাম, দিনেশ চন্দ্র ঘটক, এইচ এম মাসুদ, অনিমেষ হালদার, মিজানুর রহমান, মাসুদ আলী খান, মীর নওশাদ, মো.হাবিবুর রহমান, পিংকুল দাস, রেশমা খানম ও তাহমিনা বেগমসহ প্রমুখ।
পরে সভায় উপস্থিত সর্বসম্মিতক্রমে উত্তর সেরাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন বাবুলকে সভাপতি ও সদর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিনেশ চন্দ্র ঘটককে সাধারন সম্পাদক করে আগামী তিন বছরের জন্য ৫৭ সদস্য বিশিষ্ঠ আগৈলঝাড়ায় বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের উপজেলা কমিটি গঠন করা হয়েছে।