আমিনুল হক
বিশেষ প্রতিনিধি
কুমিল্লা নগরীর রেইসকোর্স ও কালিয়াজুড়ি এলাকায় অবাধে চলছিল অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব। একাধিকবার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পরও গ্যাস চোর চক্রের ধারাবাহিক সংযোগ দেওয়ায় এবার কঠোর অভিযানে নেমেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। বিজিডিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক(এমডি) শংকর মজুমদারের সততায় রবিবার দুপুরের দিকে কুমিল্লা নগরীর রেইসকোর্স ও কালিয়াজুড়ি এলাকায় বিজিডিসিএল এর ইঞ্চিনিয়ারিং ও ভিজিলাইনস্ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ করণের অভিযান পরিচালনা করেন। নগরীর কালিয়াজুড়ি চিড়িয়াখানা রোড এলাকায় হাজী রুহল আমিনের ৭তলা বিলাস বহুল বিল্ডিংয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লি: এর মেইন লাইন হতে অবৈধ ভাবে গ্যাস সংযোগ প্রদান করায় ভবনের মালিক হাজী রুহুল আমিনের বিরুদ্ধে বিজিডিসিএল কর্তৃপক্ষ অভিযান পরিচালনা পূর্বক আইননানুগ ব্যবস্থা গ্রহন করেন। অভিযান পরিচালনার সময় ভবনের কেয়ারটেকার ও মালিকের স্ত্রী পালিয়ে যায় বলে জানা যায়। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণের বিষয়ে বিজিডিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক(এমডি) শংকর মজুমদার বলেন-মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় গ্যাস বিভাগকে শতভাগ দূর্নীতিমুক্ত করতে অবৈধ গ্যাস লাইনের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। রবিবার দুপুরে কুমিল্লা নগরীর রেইসকোর্স, কালিয়াজুড়ি, কাঠেরপুল এলাকায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ বকেয়া বিল সংগ্রহ ও অবৈধ সংযোগ উচ্ছেদের অভিযান পরিচালনা করেন।