কবিতা। জীবন থেমে থাকে না।
কলমে। রিপন শিকদার।
কারো জন্যে কারো জীবন থেমে থাকে না ।
প্রিয় মানুষটির জন্য মাঝে মাঝে মনটা থমকে যায়।
যেমন সঠিক সংখ্যা ছাড়া শূন্যস্থান পূরণ হয়না।
সঠিক মানুষ ছাড়া ভালোবাসা পূর্ণতা লাভ করে না।
আমার এই অবুঝ মন বলে তুমি আমার জীবনে আসলে পূর্ণতা লাভ করবে।
তোমায় জীবনে না পেলে জীবন থেমে থাকবে না ঠিক ঐ।
মনটার ভিতরে সব সময় রক্তক্ষরণ হতে থাকবে।
তুমি শরীরে আঘাত করলে ঔষধ দিবে ঠিক হয়ে যাবে।
মনের মাঝে আঘাত করলে ওষুধ দিবে কোথায়।
বলের আঘাতে মানুষকে বেশি ক্ষতিগ্রস্থ করে।
যতদিন বেঁচে থাকবে ততদিন তাকে গুমড়ে গুমড়ে নিচতেজ করে দিবে।
ভালোবাসা অদৃশ্য একটা টান সব সময় বুকের মাঝে বিরাজ করে।
ভালোবাসা জীবনের রঙিন স্বপ্নের পথ দেখায়।
কারো জন্যে কারো জীবন থেমে থাকে না ঠিকই।
ভালোবাসার মানুষটিকে জীবনে পেলে।
রঙ্গিন আলোয় আলোকিত হয় দিনে।