আজ রোজ শনিবার (৩-১০-২০) ইং বিকাল ৫ টার সময় জামনগর হাঁপানিয়া ঈদ গা মোড়ে সাধারণ মানুষ মাঝে উন্মুক্ত আলোচনা করেন বিট অফিসার মোঃ তারিক বিন খালিদ,এস,আই বাগাতিপাড়া মডেল থানা।
তিনি বলেন আসুন আমরা মাদক মুক্ত দেশ গড়ি,মাদক একটি দেশের যুব সমাজ নষ্টের মূল কারণ।
তিনি আরো বলেন যুব সমাজ কে এই মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে।
সমাজের যে কোনো অন্যায় এর বিরুদ্ধে যারা তথ্য দিবে তাদের পরিচয় গোপন রাখা হবে।
অন্যায় কারির সাথে কোন আপোষ নয়, আপনারা জানেন গত মাসে আমরা অভিযান চালিয়ে মাদক ব্যাবসায়ী, মাদক খোর প্রায় ২০/২৫ জনকে ধরে চালান দিয়েছি, আপনার সবাই এগিয়ে আসুন আমাদের সহয়তা করুন,
জামনগরে ইউনিয়নকে মাদক মুক্ত করবো ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন ,মোঃ- ফজলে এলাহী এ এস,আই জামনগর পুলিশ ক্যম্প,মোঃ গোলাম রাব্বানী বিশিষ্ট সমাজ সেবক ও বনিক সমেতির সভাপতি জামনগর বাজার, মোঃগোলজার হোসেন, ইউপি সদস্য, সাংবাদিক রাজিবুল ইসলাম বাবু ,প্রমুখ।
এবিষয়ে বাগাতিপাড়া মডেল থানা ওসি মোঃ নাজমুল হক মুঠোফনে বলেন, দেশ ও জনগনের সকল সুযোগ সুবিধার জন্য আজকের এই মতবিনিময় সভা।
তিনি আরো বলেন,সাধারণ মানুষের কোনো রকমের হয়রানি যেনো না হয় এবং পুলিশ মানুষের দ্বারে দ্বারে গিয়ে সেবা প্রদান করবে।
মোঃ রাজিবুল ইসলাম বাবু স্টাফ রিপোর্টার,
নাটোর।
মোবাইলঃ- ০১৭৪০-৮১৫৫০৬.
তাং-৩-১০-২০২০