মহসিন মুন্সী, বিশেষ প্রতিনিধি:
পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী জুটি মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি করোনা ( কোভিড-১৯ ) পরীক্ষায় পজিটিভ হয়েছেন। প্রেসিডেন্ট এর একজন শীর্ষ উপদেষ্টা হোপ হিকস এর কোভিড পজিটিভ হওয়ার অব্যবহিত পরেই প্রেসিডেন্ট দম্পতির কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে।
বিভিন্ন সময়ে কোভিড-১৯ নিয়ে তুছ্য তাচ্ছিল্য করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর সুখ্যাতি রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে প্রাক নির্বাচনি বিতর্কে তিনি প্রতিদ্বন্ধি জো বাইডেনকে মাস্ক পড়া নিয়ে বেশ কথা শুনিয়েছিলেন।
ডোনাল্ড ট্রাম্প এবং মেলানিয়া উভয়েই তাদের এ্যাকাউন্ট থেকে টুইট করে এ বিষয়ে নিশ্চিত করেছেন।