মহসিন মুন্সী, বিশেষ প্রতিনিধি, ৩০ সেপ্টেম্বর, ২০২০।
বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার রায়ের নির্ধারিত দিন ছিল আজ। নির্ধারিত দিনে বিচারক নির্দিষ্ট সময়ে রায় ঘোষনা করেন। বিচারক তার রায়ে রিফাত শরীফের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি সহ ছয় জনকে আমৃত্যু ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড সাথে পঞ্চাশ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন এবং চার জনকে খালাস দেন। মৃত্যুদন্ড প্রাপ্ত ছয়জন হলেন মিন্নি, রিফাত ফরাজী, সিফাত, টিকটক হৃদয়, রাব্বি আকন্দ ও হাসান এরা প্রত্যেকে রিফাত শরীফের হত্যায় সরাসরি জড়িত ছিল। এছাড়া সাগর, রাব্বি, সায়মন ও মুসা সরাসরি হত্যায় সংশ্লিষ্ট থাকার কোন প্রমাণ না পাওয়ায় তাদেরকে খালাস আদেশ দেয়া হয়। উল্লেখ্য এটি প্রাপ্ত বয়স্ক দশ জনের মামলার রায়। অপ্রাপ্তবয়স্ক চৌদ্দ আসামির মামলা আলাদা আদালতে চলছে।