মোঃসামছু উদ্দিন লিটন, বিশেষ প্রতিনিধি নোয়াখালী
অদ্য ৩০/০৯/২০২০ তারিখে নোয়াখালীর জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে মসলার আড়তে বেলা ১১ঃ৩০ থেকে দুপুর ২ ঘটিকা পর্যন্ত অভিযান চালান ভ্রাম্যমান আদালত।এই সময় ক্ষতিকারক রঙ ও নিম্নমানের(পোকাধরা) মসলা ব্যবহার করায় ২ টি আড়তদারকে জরিমানা করা হয়। মোট ২ টি মামলায় ১০০০০০(এক লক্ষ) টাকা জরিমানা করা হয়, একইসাথে তাদেরকে সতর্ক করা হয় । মোবাইল কোর্ট পরিচালনাকালে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতায় ছিলেন RAB
জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।