বাশির সুর।
রিপন শিকদার।
তোমার বাশির মধুর সুরে ডাকে যে আমারে।
এই মধুর সুরে আমি ঘরে থাকতে পারিনা যে।
তুমি কি এমনি করে দূরে রবে।
ধরা দেবে না আমার কাছে।
ভ্রমরে মধু সংগ্রহ করে ফুল থেকে।
তুমি কি আসবেনা আমার কাছে।
ফাগুন আসে ফাগুন চলে যায়।
বুঝিনা তোমার একি খেলা।
আমি বসে থাকি জোসনা রাতে একা একা।
কবে পাবো তোমার দেখা।
আমি বুঝিনা তোমার একি খেলা।
পাখি উড়ে যায় গোধূলি বেলা।
তুমি কেন বাজাও ওই বাঁশির সুর গোধূলি বেলা।
ঐ সুরে যে যাদুমাখা।
আমায় ঘরে থাকতে দেয় না মন মনে দেয় দোলা।
তুমি কি এমনি করে দূরে থাকবে সারাবেলা।