সামনে তোমাকে এগুতে হবে
হাল ছেড়োনা ভাই
লক্ষ্যে তোমাকে পৌঁছাতে হবে
ভয় কেন পাই
চাালেঞ্জ তোমাকে নিতে হবে
সফলতা কেন নাই
দিনরাত তুমি করো সাধনা
লক্ষ্যে যেন যাই
পাছে লোকে দেখবে তুমি
অনেক কথা বলবে
কাজের বেলা ওদের সবাই
লেজ গুটিয়ে পালাবে
সামনে তোমাকে এগুতে হলে
কোন বিকল্প নাই
তোমার পথ তুমি করবে
কার পথপানে চাই