সবই ধূম্রজাল!
আমি চাই কিংবা না চাই
সবই ধূম্রজাল!
পৃথিবীতে এসে
কাজের কাজ কিছুই করছি না!
এখানে, ওখানে আটকাচ্ছি
বিশ্বাস করে ঠকছি
ছুটে গিয়ে অন্যের মিথ্যায়,
হোচঁট খাচ্ছি!
না চেয়েও আটকে যাচ্ছি জালে!
সুন্দরভাবে দুটো কথা শুনে
তাকে ভালো মানুষ ভাবার জালে আটকাচ্ছি!
আমার নামেই মরে যাবে
এমন বলা ছেলের কথার মায়ার জালে আটকাচ্ছি!
দুষ্ট লোকের মিষ্টি কথায় আটকাচ্ছি
নিজের ভুলে নিজেই আটকাচ্ছি
দিনশেষে যত ভালোবাসা,বিশ্বাস, ভরসা আর ভালো মানুষির অভিনয়!
সবই শুভঙ্করের ফাঁকি
সবই আমি জানি
তবুও কেউ আমার নামে বাঁশি বাজালে,
ছুটে চলে যাই!
সবই আবছা লাগে
সবই মিথ্যা
আর ধূম্রজাল!