মরনকে স্মরন করকবি কাজল মাস্টার
একদিন এই প্রাণ পাখি,উড়াল দেবে আকাশে।পড়ে রবে নিথর দেহ ভাসবে শূন্যে বাতাসে।
সাড়ে তিনহাত মাটির ঘরে,তোমার হবে ঠিকানা। কিসের এত বড়াই কর,বাঁচার এত বাহানা।
থাকতে হবে আন্ধার ঘরে,নেই কোন বাতি।পড়ে রবে একা ঘরে,পাবেনা কোন সাথী।
সময় থাকতে যদি পার,আল্লাহ নবীকে ধর।মরতে হবে একদিন তোমায়,মরনকে স্মরণ কর।