কাজী মাসুদুর রহমান, জয়পুরহাট প্রতিনিধি: ১৫ সেপ্টেম্বর, ২০২০
জয়পুরহাটের পাঁচবিবি রেলওয়ে স্টেশনের পুর্ব পাশে রেলওয়ের দখলকৃত সংরক্ষিত এলাকায় ইট ও টিন দিয়ে ঘর নিমার্ণ করে অবৈধ স্থাপনা গড়ে ওঠার অভিযোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন রেলওয়ে কর্তৃপক্ষ। মঙ্গলবার বেলা ১১ টায় রেলওয়ে কর্তৃপক্ষের উপস্থিতিতে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।
এর আগে বাংলাদেশ রেলওয়ে রাজশাহী বিভাগ, পশ্চিম অডিট কর্মকতার্ গোলাম রাব্বানী বাবু জানান, পাঁচবিবি রেলওয়ে স্টেশনের পূর্বপাশে জিআরপি পুলিশ ফাঁড়ি নিমার্ণ করা হচ্ছিলো। যদিও সেই পুলিশ ফাঁড়ি নিমার্ণের বিষয়ে অবগত ছিলনা রেলওয়ে কর্তৃপক্ষ।
অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে স্টেশন মাষ্টার আব্দুল আওয়ালের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, এখানে রেলওয়ে আইডব্লিউ কর্তৃপক্ষের লোকজন এসে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।