মহসিন মুন্সী, ফরিদপুর। ১১ সেপ্টেম্বর, ২০২০।
রাজবাড়ীর কালুখালী উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী সালেহা সামাদ হাসপাতালের উদ্যোগে গত ১০ সেপ্টেম্বর এক বিশেষ দিবস হিসেবে পালিত হয়। এই দিন কোভিড ১৯ এর সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে এলাকাবাসির মধ্যে ব্যপক প্রচারনা চালানো হয় এবং বিনামুল্যে মাস্ক বিতরন করা হয়। দিনব্যাপি বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। স্থানীয় কৃষকদের মাঝে বিভিন্ন ধরনের বীজ বিতরন করা হয়। এসময় স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বলে নিশ্চিত করেছেন অত্র হাসপাতালের পরিচালক জনাব ডাক্তার এস এম আবু হোসাইন।