নুরুল ইসলাম সেলিম, রামু, কক্সবাজার।
‘সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই’ এই শ্লোগানকে সামনে রেখে গত ০২ সেপ্টেম্বর, ২০২০ তারিখে অনুষ্ঠিত কক্সবাজারের রামু উপজেলার পিস ফ্যাসিলিটেটর গ্রুপের(পিএফজির) ফলো-আপ মিটিংয়ে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী গত ০৩ সেপ্টেম্বর, ২০২০ তারিখে পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপনের প্রয়োজনীয়তা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রামুর পিএফজি ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত হয় ‘সম্প্রীতির বৃক্ষরোপন’ কর্মসূচির। সকাল ১০ টায় রামু উপজেলা পরিষদের সামনে সম্মিলিতভাবে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন রামু উপজেলা পিএফজির পিস এ্যাম্বাসেডর ও উক্ত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামশুল আলম মন্ডল, বিএনপির আহ্বায়ক মোক্তার আহমদ, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মফিজুল আলম ও শিক্ষাবিদ পরীক্ষিত বড়ুয়া।
এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামশুল আলম মন্ডল বলেন, প্রাচীনকাল থেকেই রামুর জনগণ সম্প্রীতির চর্চা করে আসছে। এখানে বসবাসকারী বিভিন্ন পক্ষের মধ্যে কখনোই কোন দ্বন্দ-সংঘাত ছিলনা। কিন্তু সাম্প্রতিক সময়ে কতিপয় দুঃস্কৃতিকারী রামুতে সাম্প্রদায়িক ও রাজনৈতিক সম্প্রীতি নষ্ট করার এক অপচেষ্টায় লিপ্ত। আমরা পিএফজির সদস্যরা সম্মিলিত ভাবে রামু বাসীর মধ্যে ভালোবাসা ও সম্প্রীতি সৃষ্টির মাধ্যমে সেই অপচেষ্টাকে প্রতিহত করব।
অন্যদিকে বিএনপির আহ্বায়ক মোক্তার আহমদ বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য স্থান রামুর সন্তান হতে পেরে আমি সবসময় নিজেকে নিয়ে গর্ববোধ করি। অতীতে বহুবার এ সম্প্রীতি নষ্ট করার জন্য বিভিন্ন মহল থেকে অপচেষ্টা করা হয়েছিল, কিন্তু আমরা ঐক্যবদ্ধ থাকার কারণে তা সফল হয়নি। আজকের ‘সম্প্রীতির বৃক্ষরোপনের’ মাধ্যমে আমরা রামুর ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি রাজনৈতিক ও সাম্প্রদায়িক দৃষ্টান্ত স্থাপন করলাম। আশা করি এ কর্মসূচী ভবিষ্যতে তাদেরকেও সম্প্রীতির দূত হিসেবে কাজ করতে সাহায্য করবে। পরবর্তীতে উপস্থিত পিএফজি সদস্যগণ রামু উপজেলা পরিষদের উত্তর-পশ্চিম কোণে সম্প্রীতির বৃক্ষ রোপন করেন এবং উপস্থিত জনতার মধ্যে ২০০ টি চারা গাছ বিতরণ করেন।
এ সময় অন্যান্য পিএফজি সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পিএফজির কো-অর্ডিনেটর ও উপজেলা ভাইস-চেয়ারম্যান সালাহ্ উদ্দিন, পিস এ্যাম্বাসেডর হোসনে আরা বেগম, রামু উপজেলা সুজনের সভাপতি মো. আলম মাস্টার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউনুস রানা চৌধুরী ও নুরুল হক চৌধুরী, অর্থ বিষয়ক সম্পাদক সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, মহিলা বিষয়ক সম্পাদিকা মনোয়ারা ইসলাম নেভী, মহিলা ভাইস-চেয়ারম্যান আফসানা জেসমিন পপি, রাজারকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরোয়ার কামাল সোহেল, বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা রাবেয়া বসরী, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, হালিমা আক্তার, উম্মে হাবিবা প্রমুখ।