মোঃ দুলাল মিয়া,দর্পণ টিভি ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার সৈয়দ রিয়াছত আলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি (বোর্ড কর্তৃক ৩১ (আগ্ষ্ট) সোমবার মনোনীত হলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ’র দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান জাহাঙ্গীর। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট এর অধীনে ফেঞ্চুগঞ্জ সৈয়দ রিয়াছত আলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিলেট শিক্ষা বোর্ড।
বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, এডহক কমিটিতে সভাপতি সহ আরও ৩ সদস্য রয়েছেন। শিক্ষক প্রতিনিধি বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুনুর রশিদ, অভিভাবক সদস্য বিজন কুমার দেবনাথ এবং সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
উল্লেখ্য যে, মাহফুজুর রহমান জাহাঙ্গীর ২০১৫ ইং, উপজেলা পর্যায়ে ম্যানেজিং কমিটির শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এছাড়া তিনি ব্রাহ্মণগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি,ও হিরো চাইল্ড প্রি ক্যাডেট একাডেমির পরিচালক, জামেয়া মাদানিয়া তাহফিজুল কোরাআন মাদ্রাসার সদস্য, সৈয়দ রিয়াছত আলী উচ্চ বিদ্যালয়ের বিগত কমিটির শিক্ষানুরাগী সদস্য, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক, (ফেঞ্চুগঞ্জ ভিউ ২৪.কম)’র সম্পাদক মণ্ডলীর সভাপতি সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক সংগঠনের দায়িত্ব অত্যন্ত সততা এবং নিষ্ঠার সাথে পালন করে আসতেছেন। বর্তমানে সৈয়দ রিয়াছত আলী উচ্চ বিদ্যালয়ের এডক কমিটির সভাপতি মনোনীত হওয়ার সিলেট-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ও সিলেট শিক্ষা বোর্ড কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মাহফুজুর রহমান জাহাঙ্গীর বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব সততা সাথে পালন করবো। আমি সকলের সাহায্য, সহযোগিতা ও পরামর্শ কামনা করছেন তিনি।