সুদেব কান্তি দে,বিশেষ প্রতিনিধি:
২৭শে আগষ্ট বিকাল ৩টায় লোহাগাড়া উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার বৃক্ষ রোপন ও লোহাগাড়ার নয় ইউনিয়নের চেয়ারম্যানদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।
বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি, সাবেক ছাত্রলীগ নেতা মুহাম্মদ মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান উদ্ভোধন করেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রফেসর ডক্টর আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।
অনুষ্ঠানে অরো উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ, আ’লীগ নেতা এইচ এম গনি সম্রাট, দক্ষিন জেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মোহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ, লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক মো: জহির উদ্দিন, যুগ্ম আহবায়ক ফজলে এলাহী আরজু ,আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসএম ইউনুছ, লোহাগাড়া উপজেলা যুবলীগ নেতা আদেল চৌধুরী, সালা উদ্দিন সিকদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা অারাফাত হোসাইন, মুক্তি যুদ্ধ মঞ্চ লোহাগাড়া শাখার নব নির্বাচিত সভাপতি মোঃ নাভেদ,বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার নব নির্বাচিত সাধারণ সম্পাদক মুহাম্মদ সোহেল চৌধুরী,বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ অামিরাবাদ ইউনিয়ন শাখার প্রধান সমন্বয়কারী ও স্থানীয় সাংসদের ভাগিনা ওবায়দুল হক,বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ আমিরাবাদ ইউনিয়ন শাখার আহ্বায়ক মুহাম্মদ ইকবাল হোসাইন,যুগ্ম আহ্বায়ক জুবাইর হোসেন,সোহেল উদ্দিন,বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ অাধুনগর ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মদ মাইনুদ্দিন হাসান দিদার, সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহেদ সহ লোহাগাড়া উপজেলার ৯টি ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে লোহাগাড়া উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে, রাস্তার পাশে, শিক্ষা প্রতিষ্ঠানে,ধর্মীয় প্রতিষ্ঠানের আঙ্গিনায় সৌন্দর্য বৃদ্ধিসহ বিশূদ্ব অক্সিজেনের আশায় রোপণ করার জন্য প্রায় পাঁচহাজার ফলজ,বনজ, ভেষজ গাছের চারা বিতরণ করা হয়।