প্রিয় তো তুমি।
রিপন শিকদার।
শরতের এই বিকেলে তোমার হাত ধরে হাটবো ইচ্ছে ছিল।
মনে ইচ্ছে ছিল বইমেলায় তোমাকে নিয়ে বই কিনব।
বহুরাত তোমার জন্য জেগেছি আমি তোমার কথা ভেবে।
আজও মনে পড়ে তোমার ওই কথাটি।
তুমি আমার পাশে বসতে আমি কবিতা লিখতাম।
তোমার কতগুলি কবিতায় তুলে ধরতাম।
তুমি একবারও তো বললে না আমি তোমায় ভালোবাসি।
মুঠোফোনটি যখন বেজে ওঠে মনে করি এই তুমি বোধহয় ফোন করলে।
মনে কত আশা ছিল দুজনে পাশাপাশি হাঁটবো বলে।
তোমার চুলের ঘ্রাণ নিব বলে।
তুমি অনেক কৃপন সেই সুযোগ কখনো দেওনি আমায়।
তোমার কি মনে পড়ে চশমার ফাঁক দিয়ে তাকিয়ে থাকতে আমার দিকে।
গোধুলি পেরিয়ে সন্ধ্যা সাদা বক গুলি ফিরে যায় নীড়ে।
আমি চেয়ে থাকি তোমার পথ পানে চেয়ে।