আব্দুর রউফ, নীলফামারীঃ নীলফামারীতে ডিজিটাল উপায়ে ভাতা বিতরনের এমআইএস অন্তর্ভুক্তি অহিতকর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
নীলফামারী সদর উপজেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতাধীন জিটুপি প্রক্রিয়ায় সরাসরি ভাতাভোগীদের হাতে পৌছানো ও ক্যাশ ট্রান্সফার প্রক্রিয়ায় আধুকায়নের মাধ্যমে ভাতাভোগীদের এমআইএস অন্তর্ভুক্তি বিষয়ে উপজেলা পর্যায়ে অহিতকর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৪ আগষ্ট) বেলা ১২.৩০ মিনিটে নীলফামারী সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়।
এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিতছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক নুসরাত ফাতেমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ গোলাম রাব্বানী, শহর সমাজসেবা কর্মকর্তা নুর মোহাম্মদ প্রমুখ সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উদ্যোক্তা, এবং সদর উপজেলার সমাজকর্মী।