নিজস্ব প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচরে সাবেক শিবচর উপজেলা বিএনপির সভাপতি মরহুম নাজমুল হুদা মিঠু চৌধুরীর বাড়িতে পাঁচ শতাধিক বন্যার্ত বানভাসি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
এ খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা,
ত্রাণ সাহায্য কার্যক্রমের আগে উপস্থিতি বক্তব্য রাখেন শিবচর বিএনপির নেতা মনির কাজী, শহিদুল ইসলাম শহীদ, বক্তব্যের শুরুতেই বলেন শিবচরের তিন থেকে চারটি গ্রুপ রয়েছে বিএনপি এই গ্রুপ কে ভেঙে একটি গ্রুপ করে শিবচর উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করার আহ্বান জানান কেন্দ্রীয় নেতা কর্মীদের প্রতি। বক্তব্যে আরও বলেন সরকার ও শক্তিশালী করতে হলে বিএনপি সব গ্রুপ বাদ দিয়ে একটি শক্তিশালী বিএনপি গ্রুপ তৈরি করতে হবে এতে শিবচরের বিএনপির আরো শক্তিশালী হবে বলেও আশা রাখেন শিবচরের নেতারা।
অতিথির বক্তব্যে বি এন পির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক – সম্পাদক মাসুদুজ্জামান মাসুক বলেন এই দুর্যোগের সময় আমরা বন ভাসিয়ে করুণা কালীন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে আমরা অতি শীগ্রই শিবচরের সকল গ্রুপিং ভেঙে একটি শক্তিশালী বিএনপির দলে পরিণত করার প্রচেষ্টা অব্যাহত থাকবো।
বক্তব্যে কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদকসেলিমুজ্জামান সেলিম বলেন বিএনপির প্রতি মানুষের ভালোবাসা এবং আস্থা তা অতি শীগ্রই আমরা পরিপূর্ণ অর্জন করবে তিনি আরো বলেন আমাদের নেত্রী এখনো আমাদেরকে জনগণের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছে তিনি অনেক অসুস্থ তারপরও দেশ ও দেশের মানুষের কথা চিন্তা করে এবং বনবাসী মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন আমরা তার নির্দেশক্রমে আজকে আপনাদের মাঝেই ত্রাণসামগ্রী বিতরণ করতে পারছি।
প্রধান অতিথির বক্তব্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ তিনি বলেন প্রায় ১২ বছর যাবত বিএনপি ক্ষমতায় নেই ,রাজপথে নামতে গেলে পুলিশ দিয়ে হয়রানি ,খুন, গুম করে আমাদেরকে শেষ করে দিতে চায়,কিন্তু বিএনপি নেতাকর্মীরা এতে কোনো ভয় না পেয়ে এগিয়ে যাচ্ছে, এবং আমাদের বিজয় আসবে নিশ্চিত জেনেই এত দুশ্চিন্তায় পড়েছেন বর্তমান ক্ষমতাসীন দল,
তিনি বলেন শিবচর কি বেগম জিয়ার ঘাঁটি হিসেবে পরিচিত করবে কিন্তু বিএনপির বিজয় আসবে।
ফরিদপুর ৪ আসনের (ভাঙ্গা) ক্যান্ডিডেট খন্দকার সেলিম ,উপস্থিত ছিলেন মাদারীপুরের বিএনপি নেতাকর্মীসহ আরো অনেকে,
ত্রাণ কার্যক্রম অনুষ্ঠিত হয় সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মরহুম নাজমুল হুদা মিঠু চৌধুরীর বসতবাড়িতে,নেতৃত্ব দেন মরহুম নাজমুল হুদা মিঠু চৌধুরীর সহধর্মিনী, সদস্য মাদারীপুর জেলা আহ্বায়ক কমিটি বিএনপি- জনাবা নাদিরা মিঠু নেতৃত্বে এই ত্রাণ কার্যক্রম অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়,
প্রায় ৫০০ টি পরিবারের খাদ্য সামগ্রী বিতরণ করেন বিএনপির উপস্থিতি নেতাকর্মীরা বলেন বিএনপি ক্ষমতায় আসলে সাধারণ জনগণের পাশে এখন যেমন আছে তার চেয়েও অধিক হারে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।