কিছু পাইতে হইলে কিছু দিতে হয়।
রিপন শিকদার।
আপনি সম্মান পেতে হলে ভালোবাসতে শিখুন।
আপনি যাকে দেখে এড়িয়ে যান বা সহ্য করতে পারেন না।
আপনাকে দেখে সালাম দেয় আপনার সাথে কথা বলতে চায়।
আসলে সে আপনাকে ভালোবাসে মনেপ্রাণে।
আপনি কিছু বললে সে কোন প্রতিবাদ করেনা।
আপনি ভাববেন না সে বোকা আসলে সে বুদ্ধিমান।
সে জানে কাউকে ছোট করে বড় হওয়া যায় না।
আপনি এই মানুষটাকে আপনার আপন মানুষ হিসেবে বেছে নিতে পারেন।
আজ আপনি এ লোকটাকে ভাবছেন তাকে আপনার দরকার নাই।
আপনাকে একদিন এ লোকটাকে দরকার হতে পারে।
আপনি আপনাকে নিয়ন্ত্রণে রাখুন।
আপনি আপনার কথা ব্যবহার নিয়ন্ত্রণে রাখুন।
আপনি সবাইকে ভালোবাসতে শিখুন।
আপনাকে সবাই ভালো বাসবে ও সম্মান করবে।