আন্দোলন ও ভোগান্তি
মহসিন মুন্সী, বিশেষ প্রতিনিধি, ফরিদপুর। ১৬ আগষ্ট, ২০২০।
একটি কুকুরকে যদি আপনি মারেন বা মারতে থাকেন তাহলে দেখবেন ওরা দলবেঁধে ঘেউ ঘেউ শুরু করে দেবে ওদের জাতভাই কে বিপদ থেকে উদ্ধার করার জন্য। এতে মানুষের ভাল হল না খারাপ হল তা দেখার বা বোঝার ক্ষমতা ওদের নেই।
চট্টগ্রামে একটি উচ্চ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রা অসুস্থ রাজনীতি করতে যেয়ে একপক্ষ প্রতিপক্ষের আক্রমনে আহত হন। লক্ষ্যনীয় যে উভয়গ্রুপই একই রাজনৈতিক মতাদর্শের অনুসারী। ভুক্তভোগীরা যখন মেডিক্যাল কলেজ হাসপাতালের গেটে তালা লটকিয়ে দিয়ে বিচার দাবি করলেন তখন জনমনে কিছু প্রশ্ন দেখা দিয়েছে
১- তোমাদেরকে রাজনীতি করতে কে বলেছে। ভাল কথা রাজনীতি করবা, তোমাদের দলের মেনিফেস্টোতে কি ( যেহেতু দুই গ্রুপ একই দলের সমর্থক ) নিজেদের মধ্যে মারামারির কথা বলা আছে নাকি।
২- যেভাবেই হোক মারামারি করে আহত হয়েছ, দুঃখজনক। কিন্তু মাত্র দুইজন আহতের জন্য পুরো একটা মেডিক্যাল কলেজ হাসপাতাল বন্ধ করে দিয়ে আন্দোলন করতে হবে, এটা কোন মানবতা। ( আশাকরি একটি মেডিক্যাল কলেজ হাসপাতাল বন্ধ থাকার দুর্ভোগ কাউকে বিবরন দিয়ে বোঝাতে হবে না )
৩- স্নাতক পাশ করে হওয়ার কথা জনগনের সেবক, তারা যদি পাশ করার আগেই এইভাবে জনগনকে ভোগান্তিতে ফেলতে থাকে তাহলে পাশ করার পরে এদের কাছ থেকে জাতি কি আশা করতে পারে।
৪- এই প্রশ্ন টা সরকার বাহাদুরের নিকট। যেই হোক কারো কি অধিকার বা ক্ষমতা আছে মেডিক্যাল কলেজ হাসপাতাল বন্ধ করে আন্দোলন করার? একটি মেডিক্যাল কলেজ এ হাজারো রোগী থাকে যারা সবাই গুরুতর অসুস্থ। তাছাড়াও প্রতিদিনই শত শত গুরুতর অসুস্থ রোগী সেখানে যান চিকিৎসা পাওয়ার আশায়। যারা গেটে তালা মেরে হাজার হাজার রোগীর ভোগান্তির কারন হল তাদের বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নিলেন।
কোন ধরনের সন্ত্রাসবাদকেই সমর্থন করার কোন সুযোগ এদেশে নেই। ছাত্র রা রাজনীতি অবশ্যই করবে তবে তা হতে হবে সুস্থ রাজনীতি। তারা যদি কোন ঝামেলা তৈরী করে বা জড়িয়েও যায় তাহলে এমন কোন পদক্ষেপ নেয়া কি ঠিক হবে যাতে সাধারণ জনতা ব্যপক আকারে ক্ষতিগ্রস্ত হয়?
আমাদেরকে মনে রাখতে হবে যে মেডিক্যাল কলেজ হাসপাতাল আর বিশ্ববিদ্যালয়ের হল কিন্তু এক নয়।
প্রথমে বলা গল্পের সঙ্গে যদি কেউ পরের ঘটনাবলির মিল খুঁজতে যান সেটা সম্পূর্ণ তার নিজস্ব ব্যাক্তিগত বিষয়।
সরকার বাহাদুরের নিকট প্রস্তাব কোন পক্ষই যেন নিজেদের স্বার্থে এমন কোন কর্মসূচি না নিতে পারে যাতে জনগনের ব্যাপক ক্ষতি হওয়ার সুযোগ থাকে।