এমডি ইলিয়াস উপজেলা প্রতিনিধি:
এই গ্রামে রয়েছে ১টি হাইস্কুল, ১টি প্রাইমারি স্কুল, ১টি কেজি স্কুল ও ৩টি মাদরাসা সহ নানা মূখি শিক্ষা প্রতিষ্ঠান। এই গ্রামে দূরদুরান্ত থেকে অনেক শিক্ষার্থী পড়া-লেখা করেন। দুঃখের বিষয় হলো বর্ষার সময় এলে এই গ্রামটি যেন অচেনা হয়ে যায়, এই সময় গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে আসা শিক্ষার্থী ও সাধারণ গ্রামবাসীর দূর্ভোগ এর শেষ থাকে না, প্রতি বছর ঐ চিত্র দেখতে হয়। স্বাধীনতার পরে গ্রামের কোন একটি সড়কও পাঁকা করা হয় নাই। যা অত্যান্ত দুঃখজনক ও লজ্জাজনক। প্রতি বছর বর্ষা কাল এলে গ্রামের পাঠাগার/ক্লাব গুলোর সহায়তায় রাস্তার বিভিন্ন সংস্কার এর কাজ হয়ে থাকে। প্রতি বছর এই সব কাজ করতে গিয়ে গ্রামের মানুষের মাঝে এক ধরনের অস্থিরতা ও ক্ষোভপ্রকাশ হয়। জনপ্রতিনিধিরা বিভিন্ন সময় আশ্বাস দিলো কোন ধরনের কাজ হয় নাই। কিন্তু সরকারের উন্নয়নের মহাসড়ক এর মাঝে বিভিন্ন সড়কের উন্নয়ন হলেও তার কোন প্রকার ছোয়া গ্রামে লাগে নাই। তাই মানুষের মাঝে জনপ্রতিনিধিদের উপর অনাস্থা তৈরি হচ্ছে। তবে গ্রাম বাসি আশাবাদী এমপি মহাদয় এত একটা পরিবর্তন নিয়ে আসবেন।
পরিকোট প্রত্যাশা পাঠাগার ও উদয়ন আদর্শ ক্লাব এর মাধ্যমে কিছু রাস্তার সংস্কার এর কাজ করাতে গ্রামবাসীর মাঝে এতটু প্রশান্তি আসে।
গ্রামবাসী আশাবদী আগামি বর্ষা আসার আগে গ্রামের রাস্তাগুলো পাকা সড়কে পরিনত হবে।