নিতিশ চন্দ্র বর্মন নিরব পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। উপজেলার তোড়িয়া ইউনিয়নের বোধগাঁও গ্রামের মৃত রেজা মুহাম্মদের পুত্র বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম (১১০) রোববার (২ আগস্ট) সকাল ৬টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি ৩ মেয়ে ও ১ ছেলে, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম উপস্থিত থেকে এবং আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. ইজার উদ্দীনের নেতৃত্বে একদল পুলিশ ফোর্সের অংশ গ্রহণে স্বাস্থ্যবিধি মেনে মরহুম বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে গার্ড অব অনার প্রদান করা হয়।
এর আগে উপজেলা পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম, রাষ্ট্রের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম, পুলিশ বাহিনীর পক্ষ থেকে অফিসার ইনচার্জ মো. ইজার উদ্দীন ও মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নজরুল ইসলাম পৃথক পৃথকভাবে ফুল দিয়ে মরহুম বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হাসেমকে শেষ শ্রদ্ধা জানান।
রোববার (২ আগস্ট) দুপুরে যোহর নামাজের পর বোধগাঁও দাখিল মাদরাসা মাঠে রাষ্ট্রীয় সম্মননা প্রদান করে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমের দাফন কার্য সম্পন্ন করা হয়। জানাযার নামাজে অন্যদের মধ্যে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নেতৃবৃন্দসহ অনেকেই উপস্থিত ছিলেন।