যে মাসুম বিল্লাহ শ্যামনগর থেকে:মোটরসাইকেল চুরি করে দ্রুত গতিতে পালানোর সময় কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আব্দুল কুদ্দুস (৭৫) নামে বৃদ্ধ পথচারি নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছে মোটর সাইকেল চোর রাশেদুর ইসলাম ওরফে নুনু (৪৫)। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে কালিগঞ্জ-শ্যামনগর সড়কের ওয়াহেদুজ্জামান সাহেবের মোড় নামক স্থানে।
নিহত আব্দুল কুদ্দুস উপজেলার মৌতলা ইউনিয়নের লক্ষীনাথপুর গ্রামে মৃত জালাল তালুকদারের ছেলে। গুরুতর আহত চোর রাশেদুল ইসলাম শ্যামনগর উপজেলার বংশীপুর এলাকার মৃত রুস্তম গাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলার বংশীপুর এলাকার মোহাম্মাদ শওকত আলীর ছেলে বেল্লাল হোসেনের ব্যবহৃত মোটর সাইকেল বুধবার রাত ৮টার দিকে চুরি করে পালিয়ে যাচ্ছিল একই এলাকার রুস্তুম আলীর ছেলে চিহিৃত চোর রাশেদুল ইসলাম।কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমান ঘটনার সতত্য নিশ্চিত করেছেন।