মোঃ দুলাল মিয়া দর্পণ টিভি ফেঞ্চুগঞ্জ প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার রাজনগর থানা উওর ভাগ ইউনিয়নের চেলারছখ গ্রামের যাওয়ার পথে শুনা গেলো বিশাল একটা ষাঁড়ের কথা শুনে ১৬ (জুলাই )বৃহস্পতিবার সরজমিনে গিয়ে মালিক মোঃ দুদু মিয়ার সাতে কথা বলে শুনা যায় যে তার বিবরণ।
তিনি বললেন এই গরুটি কে সব সময় দেশীয় খাবার খাবানো হয়েছে।ছোট থেকে বড় করতে অনেক কস্ট করেছেন তিনি।আরও জানান এই ষাঁড়টি ২০১৮ সালে থেকে লালন পালন করছেন গরুর মালিক কুরবানি ঈদে বিক্রি করতে চান তিনি। তার এই গরুটি যদি কারো ভালো লেগে থাকে।তাহলে তার সাতে যোগাযোগ করতে পারেন।এই ঠিকানায়।
রাজনগর থানা উওর ভাগ ইউনিয়ন চেলারচখ গ্রামর মোঃ দুদু মিয়া পিতাঃআরজু মিয়া ০১৭২৩৮৯৭৫৫৭