রমজান আলী (চট্টগ্রাম প্রতিনিধি)
মঙ্গলবার(১৪জুলাই) সকালে সাতকানিয়া পৌরসভার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মাস্কবিহীন চলা ফেরা করার অপরাধে ১২ জনের বিরুদ্ধে জরিমানা করেন। এইর পাশাপাশি যারা নিয়ম মেনে মাস্ক পরিধান করে বের হয়েছেন, তাদের মধ্যে ১০ কে শুভেচ্ছা উপহার হিসেবে সাবান প্রদান করা হয়েছে।
এই ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন, সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল বশিরুল ইসলাম
তিনি বলেন, সমাজের প্রতিটি মানুষ এখন মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বর্তমান পরিস্থিতি বিবেচনায় মাস্ক ব্যবহার না করা একটি মারাত্মক অপরার্ধ ও গোটা সমাজের জন্য হুমকি বিধায় আমাদের সবারই উচিত সামাজিক দূরত্ব বজায় ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা। এবং তাদের অভিযান অব্যবহৃত থাকবে