রিদুয়ানুল হক, স্টাফ রিপোর্টারঃ ৯ই জুলাই সাতকানিয়া স্থাপিত বঙ্গমাতা বেগম ফজিলতুন্নেছা আইসোলেশন সেন্টারের কাজের অগ্রগতি পরিদর্শন করেন উপ-কমিটির যুগ্ম আহবায়ক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক গোলাম ফারুক ডলার, এই সময় আরো উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ও আইসোলেশন সেন্টারের আহবায়ক কমিটির সদস্য সচিব ডা. আব্দুল মাজিদ ওসমানী, সাতকানিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন হাসান চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক হারেছ মোহাম্মদ, সাতকানিয়া পৌর যুবলীগের সভাপতি মোহাম্মদ আনিছ, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ ইকবাল, পৌর ছাত্রলীগের আহবায়ক মোহাম্মদ ইদ্রিছ প্রমুখ।
এই সময় উপ-কমিটির যুগ্ম আহবায়ক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক গোলাম ফারুক ডলার বলেন
করোনা রুগীদের জন্য সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমসহ অত্যাধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করনের জন্য সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের তৃতীয় তলায় স্থাপিত বঙ্গমাতা বেগম ফজিলতুন্নেছা আইসোলেশন সেন্টারের কাজ করা হচ্ছে। তিনি আরো বলেন, মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী কর্তৃক খুব দ্রুত সময়ের মধ্যে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে করোনা রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হবে।