ব্রাহ্মণবাড়িয়া থেকে হাসান জাবেদ : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ছেলের হাতে বাবা খুন হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলার ফয়জুল্লাকান্দির পাড়াতুলী গ্রামের চৌধুরী বাড়িতে ঘটনা ঘটে। নিহতের নাম হুমায়ুন কবির চৌধুরী (৭৫)। বাঞ্ছারামপুর থানার পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ জানান। রাজীব প্রায় সময় তার বাবার কাছে টাকা দাবি করতো। আজ মাজারে যাওয়ার জন্য এক হাজার টাকা চাইতে গেলে তার বাবা তাকে দেড়শত টাকা দেয়। এ নিয়ে বাবা-ছেলের মাঝে তর্ক বির্তক হয়। পরে ক্ষিপ্ত হয়ে রাজীব প্রথমে তার মায়ের উপর হামলা চালায়। পরে তার বৃদ্ধ পিতাকে বটিদা দিয়ে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘাতক ছেলেকে আটক করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে।