ব্যুরো প্রধানঃ- নিরেন দাস। র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কর্তৃক ৩ শত বোতল ফেন্সিডিল সহ দুই জন মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে।
০৫-০৭-২০
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ, (পিপিএম)- সেবা এর নেতৃত্বে ৫ জুলাই সকালে জয়পুরহাট জেলার সদর থানাধীন হিচমী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে একটি পিকআপ ভ্যান সহ দিনাজপুর জেলার ফুলবাড়ি থানার লক্ষণপুর এলাকার মোঃ তহুবর রহমানের ছেলে মোঃ মমিনুর ইসলাম (৪৩) ও বিরামপুর উপজেলার চাঁপরাবাজার এলাকার মোঃ ওয়াকিল সরকারের ছেলে মোঃ সুজন সরকার (২৬), কে হাতেনাতে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা খালি ড্রামের মধ্যে বিশেষ ভাবে রক্ষিত অবস্থায় উক্ত অবৈধ মাদকদ্রব্য দিনাজপুর জেলার বিরামপুর থেকে জয়পুরহাট হয়ে সিরাজগঞ্জ নিয়ে যাচ্ছিল এবং উক্ত ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধ ভাবে চোরাচালানের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট উক্ত পিকআপ যোগে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে।
পরবর্তীতে ধৃত আসামীদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের সম্পর্কিত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।