নিতিশ চন্দ্র বর্মন নিরব পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ের দেবীগঞ্জে বাড়ির পার্শে বাঁশের সাকো মেরামত করতে গিয়ে পানিতে ডুবে আব্দুর রাজ্জাক রিপন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুরে দেবীগঞ্জ উপজেলা সদরের ওপেন চৌকি ভাজনি এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
মৃত রিপন ওই এলাকার ছানোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে নিজে নিজেই বাড়ির পার্শের বাঁশের সাকো মেরামত করতে যায় রিপন।
এসময় রশি বাঁশের সাকোর এক খুটিতে বেধে নিজের কোমরে বাধে সে হঠাৎ পানির স্রোতে বেড়ে গেলে সাকোসহ পানিতে ডুবে যায় রিপন।
এ সময় রিপনের চিৎকারে স্থানীয় ও পরিববারের সদস্যারা এগিয়ে আসে তাৎক্ষনিক পানি থেকে রিপনের মৃত দেহ উদ্ধার করে।
রিপনের মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার রিপন নামে এক কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।