রিদুয়ানুল হক, স্টাফ রিপোর্টারঃ ০১ জুলাই(বুধবার) সাতকানিয়া উপজেলার আওতাধীন ১নং চরতি ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মোবাইল কোর্টের অভিযানে অবৈধবভাবে পাহাড়ের ঢাল থেকে বালু তোলার কাজে ব্যবহৃত ০২ টি ড্রেজার ও পাইপ জব্দ করা হয় এবং আনুষঙ্গিক যন্ত্রপাতি ব্যবহারের অনুপযোগী করা হয়। এই সময় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আল-বশিরুল উদ্দিন। এই বিষয়ে তিনি বলেন,
সম্প্রতি মহামারিতে সর্বসাধারণের সকল পেশা,ব্যবসা/বানিজ্য চালাতে হিমশিম খাচ্ছে। সেখানে এক শ্রেণির মানুষের এই ধরনের জঘন্য কার্যকলাপ লিপ্ত রয়েছে। আমরা তা বিশ্বস্ত সূত্রে জানতে পেরে মোবাইল কোর্টের অভিযান চালিয়ে ঘটনাস্থলে কাউকে না পেয়ে অবৈধবভাবে পাহাড়ের ঢাল থেকে বালু তোলার কাজে ব্যবহৃত ০২ টি ড্রেজার ও পাইপ জব্দ করি এবং আনুষঙ্গিক যন্ত্রপাতি ব্যবহারের অনুপযোগী করা হয়। পরিশেষে তিনি বলেন, এই রকম অবৈধভাবে বালু উত্তোলনের কাজে জড়িত থাকা ব্যক্তিদের এক বিন্দুও ছাড় দেয়া হবে না এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।