নুরুচ্ছফা বিশেষ প্রতিনিধি দর্পণ টিভি
সংসার আর স্ত্রী সন্তানের মায়াজাল ছিন্ন করে চলে গেলেন না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা আজিজ নগর সন্দীপ পাড়া নিবাসী মোঃ গোফরান উদ্দিন।
“বীর মুক্তিযোদ্ধা গোফরান উদ্দিন জীবিত অবস্থায় বাংলাদেশ সেনা বাহিনীতে নিয়োজিত ছিলেন। সেনা সদস্য থাকা কালীন যখন দেশে যুদ্ধ শুরু হয় তখন তিনি সেনা বাহিনীতে থাকা অবস্থায় দেশের মানুষ আর সার্বভৌমত্বের কথা বিবেচনা করে ছুটিতে এসে মুক্তিকামী সেনাদের সাথে যোগ দিয়ে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন এবং দেশের জন্য যুদ্ধ করেন।
বীর মুক্তিযোদ্ধা ৮২ বছর বয়সে বার্ধ্যকজনিত কারণে তাহার নিজ বাড়ি আজিজনগর সন্ধীপ পাড়ায় মৃত্যু বরণ করেন। রাষ্ট্রীয় মর্যাদায় জাতির শ্রেষ্ঠ সন্তানের দাফন সম্পন্ন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন- লামা উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) সুবল চাকমা।
আর উপস্থিত ছিলেন- লামা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহবুব আলম, সহযোগী বীর মুক্তিযোদ্ধা নুর আহাম্মদ পুলিশ, আজিজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ উল্লাহ আজম খাঁনসহ আওয়ামী পরিবারের নেতী বৃন্দ।